স্পোর্টস ডেস্ক: আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) শুরু ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২০১৯ সালের ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিয়ানকা আন্দ্রিসকিউ। মূলত নিজেকে পুরোপুরি ফিট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আন্দ্রিসকিউ।
২০১৯ সালে ইউএস ওপেন জেতার পর গত অক্টোবরে চোট আক্রান্ত হন ডাব্লিউটিএ ফাইনালসে। এর পর আর কোর্টেই নামতে পারেননি তিনি। এখন হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে ও অনুশীলনের দিকে মনোযোগ দেওয়াই তার লক্ষ্য।
বিশ্ব র্যাঙ্কিংয়ের এই ৭ নম্বর বলেছেন, এই সিদ্ধান্তে আসাটা কম কষ্টদায়ক ছিল না। তবে আগামী বছর অনেক সুযোগ আছে, রয়েছে অলিম্পিক। তাই এই সময়টায় নিজের খেলা ও স্বাস্থ্যের দিকে পূর্ণ মনোযোগ দিতে চাই। যাতে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারি।
ফ্ল্যাশিং মিডোয় ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার পর এই বছরে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারেননি আন্দ্রিসকিউ। এমনকি নাম প্রত্যাহার করে নেন এই বছরের ইউএস ওপেন থেকেও।
প্রসঙ্গত, ফ্রেঞ্চ ওপেন থেকে সর্বশেষ নাম প্রত্যাহার করে নিয়েছেন এই বছরের ইউএস ওপেন জয়ী নাওমি ওসাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।