স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মার্কিন তারকা সোফিয়া কেনিনকে হারিয়ে সর্বনিম্ন র্যাঙ্কিংধারী নারী খেলোয়াড় হিসেবে লাল দুর্গে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন পোলিশ টিনেজার ইগা সুইয়াটেক।
সাবেক জুনিয়র উইম্বলডন চাম্পিয়ন ১৯ বছরের সুইয়াটেক রোলাঁ গারোর ইতিহাসে নিজের নাম লেখালেন দ্রুতবেগে। ফাইনালের লড়াইয়ে চতুর্থ বাছাই কেনিনকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে ছিনিয়ে নিলেন চ্যাম্পিয়নের তকমা।
এখানেই শেষ নয়, ফরাসি ওপেনের পুরো আসরে একটি সেটও হারেননি অবাছাই সুইয়াটেক।
প্রসঙ্গত, পোল্যান্ডের প্রথম কোনও খেলোয়াড় হিসেবে টেনিসের একক ইভেন্টের মেজর ট্রফি জয়ের কৃতিত্ব গড়লেন সুইয়াটেক। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।