স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এবারের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে কারেনো বুস্তাকে ৪-৬, ৬-২, ৬-৩ ও ৬-৬ গেমে হারিয়েছেন সার্বিয়ান এই টেনিস সুপারস্টার।
তবে কোর্টে নামার আগে গলায় টান লেগেছিল জোকোভিচের। পরে তা শরীরের বিভিন্ন অঙ্গ মাসাজ করে তা ঠিক করা হয়। কিন্তু লড়াইটা তার শুরু হয় হার দিয়ে। প্রথম সেট হারলেও অবশ্য পরের তিন সেট জিতে নেন জোকোভিচ।
প্রসঙ্গত, সেমিতে স্টেফানোস সিৎসিফাসের মুখোমুখি হবেন ৩৩ বছর বয়সী তারকা জোকোভিচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।