বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হুট করেই চমকে দেওয়ার মতো সুখবর দিয়েছে স্মার্ট ডিভাইস ব্র্যান্ড স্যামসাং। পূর্ব ঘোষিত সময়ের আগেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের ‘ফোল্ড-৫’ আর ‘ফ্লিপ-৫’ মডেলের ভাঁজযোগ্য স্মার্টফোন। দৈনিক সমকালের প্রতিবেদক সাব্বিন হাসান-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
স্যামসাং তাদের স্মার্ট প্রজন্মের জন্য আলোচিত ফোল্ডেবল স্মার্টফোন দুটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আনার প্রস্তুতি চূড়ান্ত করেছে। আর এখন নতুন খবর হচ্ছে ফোন দুটি নির্ধারিত সময়ের আগেই বাজারে আনছে নির্মাতা। স্যামসাংয়ের প্রকাশিতব্য ফোল্ডেবল ফোন দুটি ভক্তদের জন্য সুখবর।
অবশ্য গ্যালাক্সি জেড ‘ফোল্ড ফোর’ ও গ্যালাক্সি জেড ‘ফ্লিপ ফোর’ গত বছর আগস্টে আত্মপ্রকাশ করে। স্যামসাং বলছে, আসছে জুলাই মাসেই গ্যালাক্সি জেড সিরিজের ‘ফোল্ড ফাইভ’ আর ‘ফ্লিপ ফাইভ’ উন্মোচনে মুখিয়ে আছে সারাবিশ্ব।
স্যামসাং ফোল্ডেবল ফোন দুটির বেশকিছু আপডেট ইতিমধ্যেই অনলাইনে উন্মোচিত হয়। যা নিয়ে স্মার্ট দুনিয়ায় হৈ চৈ পড়ে গেছে। মডেল দুটির যুক্তরাষ্ট্র সংস্করণে গিকবেঞ্চ তালিকা প্রকাশ করেছে। কাস্টমস ডেভেলপ করা কোয়ালকম স্ন্যাপড্রাগন (৮ জেন) ২ চিপসেট থাকছে ফোনদ্বয়ে। স্যামসাং ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ফোন দুটিতে ১২ জিবি’র র্যাম থাকতে পারে।
অন্যদিকে ফ্লিপ-ফাইভ মডেলে ৮ জিবি র্যাম থাকতে পারে। তবে দুটি ফোনই অ্যানড্রয়েড-১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। স্ক্রিনের বৈশিষ্ট্য ওয়ান (ইউআই-ফাইভ) কাস্টম স্তর থাকবে বলে খবরে প্রকাশ।
গ্যালাক্সি জেড ফোল্ড-ফাইভ
স্মার্ট ডিভাইসের বিশেষ বৈশিষ্ট্য (টুকে) রেজ্যুলেশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৭.৬ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে অন্যতম। কাভার ডিসপ্লের আকার ৬.২ ইঞ্চি। ক্যামেরার সেলফি মোডে পাঞ্চ-হোল কাটআউট হবে। ফটোগ্রাফির জন্য আছে রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর ও ট্রিপল রিয়ার ক্যামেরা।
বিশেষ সেলফির জন্য ফোল্ডেবল ফোনের সম্মুখে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। মডেলে পানি প্রতিরোধে আছে আইপিএক্স৮ রেটিং সুবিধা। পাওয়ার ব্যাকআপে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ছাড়াও থাকবে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি। টাচ মোডে কাজের বাড়তি সুবিধা জন্য এস পেন স্টাইলাসের স্লট থাকবে বলে জানা গেছে। ডিভাইসের বডি রঙের মধ্যে থাকছে ব্ল্যাক আর লাইট ব্লু।
আত্মপ্রকাশ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের ‘ফোল্ড-৫’ আর ‘ফ্লিপ-৫’ মডেলের ভাঁজযোগ্য স্মার্টফোন।
গ্যালাক্সি জেড ফ্লিপ-ফাইভ
ডিজাইনে বিশেষ কিছু পরিবর্তনের দেখা মিলবে। যেমন ৩.৪ ইঞ্চির কাভার ডিসপ্লে থাকার সম্ভাবনা আছে। যার পাশে ডুয়্যাল-ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনে ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। গতির প্রশ্নে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি প্লাস রেজুলেশনের ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে খবরে জানা গেছে।
আপাতত ফ্লিপ ফাইভ মডেলের ব্যাটারির তথ্য অজানা। রঙের মধ্যে আছে বেইজ, গ্রে, লাইট গ্রিন এবং লাইট পিঙ্ক।
মেয়াদ নিয়ে টেনসনের দিন শেষ, একবার ইন্টারনেট প্যাকেজ কিনলে চলবে ১০ থেকে ৩০ বছর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।