বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Android 12 ভার্সনের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে এজ এক্স৩০ উন্মোচন করবে মটোরোলা। এরই মধ্যে স্মার্টফোনটির ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা ও ব্যাটারির তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
৯ ডিসেম্বর চীনের বাজারে স্মার্টফোনটি আনা হবে। উন্মোচনের আগে গিকবেঞ্চের বেঞ্চমার্কিং সাইটে কিছু প্রধান ফিচারসহ স্মার্টফোনটি তালিকাভুক্ত হয়েছে। সম্প্রতি প্রকাশিত কিছু প্রতিবেদনের তথ্যানুযায়ী, আসন্ন মটো এজ এক্স৩০ স্মার্টফোনের জন্য আলাদা মডেল নম্বর দেয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় চীনের থ্রিসি ও টিইএনএএর মতো সার্টিফিকেশন সাইটে স্মার্টফোনটির নাম দেখা গেছে।
বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে মটো এজ এক্স৩০-তে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এসডি৮জি১ সিরিয়ালের চিপসেটটি গিকবেঞ্চ ৪-এর পরীক্ষায় সিঙ্গেল কোরে ৬ হাজার ৩৪৮ ও মাল্টি কোরে ১৩ হাজার ১৪৪ স্কোর করেছে। চীনের বাজারে ১৬ জিবি র্যামের ভার্সন ও সম্প্রতি গিকবেঞ্চে ১২ জিবির ভার্সন দেখা গেছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক অপারেটিং সিস্টেম ১২ দেয়া হয়েছে। এদিক থেকে প্রিলোডেড অ্যান্ড্রয়েড ১২ ওএস হিসেবে এটি বিশ্বের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে যাচ্ছে।
মটো এজ এক্স৩০ স্মার্টফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে বলে মটোরোলা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ডিসপ্লেতে ১৪৪ হার্জের রিফ্রেশ রেট, এইচডিআর ১০ প্লাস ও ১০-বিট কালার রয়েছে। স্মার্টফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং থাকতে পারে।
সেলফির জন্য স্মার্টফোনের সম্মুখে ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকতে পারে। রিয়ারে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। চীনের বাজারে ৫১২ জিবি বিল্ট ইন ইন্টারনাল স্টোরেজসহ স্মার্টফোনটি আনা হতে পারে। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে বিক্রি শুরু হতে পারে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। তবে দামের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।