জুমবাংলা ডেস্ক: পিছেয়ে গেল এবারের অমর একুশে বইমেলা। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। প্রাণঘাতি ক’রোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। তবে এই মেলা কবে শুরু হবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি কেউ।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য এই মেলা স্থগিত করেছে সরকার। আজ রবিবার (১৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। কবে থেকে এই মেলা শুরু করা হবে সেই তারিখ পরে নির্ধারণ করা হবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একুশে বইমেলা শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। সরকারপ্রধান তা অনুমোদন না দিয়ে ২ সপ্তাহের জন্য মেলা স্থগিতের নির্দেশনা দিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি।
প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও ক’রোনাভাইরাসের কারণে গতবছর ১৮ মার্চ শুরু হয়েছিল।
বাঙালির প্রাণের আয়োজনের নাম অমর একুশে গ্রন্থমেলা। যে কটি উৎসব আর আয়োজনে বাঙালি একাট্টা হয় তারমধ্যে অন্যতম বইমেলা।
গত দু’বছর থেকে ক’রোনার কারণে এই মেলার আয়োজনে ভাটা পড়েছে, তবে মেলা বন্ধ হয়নি কোনোবারই। গত বছরের মতো এবারও ভাষার মাসের এক তারিখে শুরু হচ্ছে না মেলা।
এবার ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হওয়ার কথা ছিল। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলছে, পহেলা ফেব্রুয়ারি এবারও বইমেলা শুরু হচ্ছে না। করো’না সংক্রমণ আবারো বাড়তে থাকায় ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের জন্য মেলা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে মেলা শুরুর তারিখ জানাবে মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।