
মঙ্গলবার (৬ জুলাই) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় ওই মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক (এশাই) আবুল হাসান বলেন, বন্দর থানার বাসিন্দা তারেক (২৬) বিভিন্ন সময়ে কৌশলে প্রতিবেশী এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের এবং বাসার ভেতরে কাজ করার সময় বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এর পরে গত ২৫ মে রাতে একটি ফেসবুক আইডি থেকে সে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ওই সব আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ভুক্তভোগী গৃহবধূ তারেকসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত তারেককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



