স্পোর্টস ডেস্ক : অন্য ধর্মাবলম্বী ক্রিকেটারদের কোণঠাসা করে রাখতেন পাকিস্তানের ক্রিকেটাররা। দুদিন আগে শোয়েব আখতার এমন অভিযোগ তুলেছিলেন। তিনি এটি বলার পর পরই সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া জানিয়েছিলেন যে কারা কারা তাকে কোণঠাসা করে রেখেছিল তাদের নাম বলে দিবেন। এরপর বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।
ঠিক এমন সময়ে শহীদ আফ্রিদির একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আফ্রিদি এক টিভি শো-তে রাগে টিভি ভাঙার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিল যে কখনো রাগের মাথায় টিভি ভেঙেছিলেন কিনা? আফ্রিদি বলেন, ‘হ্যাঁ, আমার স্ত্রীর উপর রাগ করে একবার টিভি ভেঙেছিলাম। তখন স্টার প্লাস খুব জনপ্রিয় ছিল। আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে এগুলো তুমি দেখো সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের সামনে দেখো না। একদিন দেখলাম আমার বাচ্চা স্টার প্লাসে শো চলাকালিন হিন্দুদের ‘আরতি’ নকল করছে। তখন আমি রাগে দেয়ালের সঙ্গে টিভি ভেঙে ফেলি।’
তার এই বক্তব্য শোনার পর ওই শোতে যারা যারা উপস্থিত ছিল সবাই হাসিতে ফেটে পড়ে।
আফ্রিদির পুরনো এই ভিডিও নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের দাবি আফ্রিদি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে মজা করেছেন।
https://twitter.com/TrulyMonica/status/1210864544521703424
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।