বিনোদন ডেস্ক: একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে দক্ষিণ ভারতের সিনেমা। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘কানতারা’। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই ছবি এখন পর্যন্ত আয় করেছে ১৫৩ কোটি রুপির বেশি!
পুরো ভারতের বক্স অফিসে এখন রাজত্ব করছে ‘কানতারা’। কেবল বক্স অফিসেই সাফল্য নয়, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে ছবিটি।
আইএমডিবির রেটিং-এ ১০-এ ৯.৪ পেয়েছে এই ছবি, যা ‘কেজিএফ টু’ এবং ‘আরআরআর’-এর চাইতে বেশি।
কর্ণাটকের এই ছবি নিজ এলাকায় দারুণ ব্যবসা করেছে। ডাবিং করে মুক্তি দেয়া হয়েছে হিন্দি, তামিল, মালায়ালাম ও তেলেগু সংস্করণেও।
তেলেগু ভাষায় ছবিটি আয় করেছে ১৬ কোটি রূপি। ধারণা করা হচ্ছে শিগগির ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’-এর আয়কে ছাড়িয়ে যাবে ছবিটি। তেলেগুতে ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ আয় করেছিলো ২৪ কোটি রূপি।
পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
‘ব্রহ্মাস্ত্র’কে ছাড়িয়ে আয়ের নতুন রেকর্ড গড়ল ‘পোন্নিয়ান সেলভান’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।