বিনোদন ডেস্ক: বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে চর্চিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। বিতর্কের জাহাজে চড়ে বক্স অফিসে বিপুল আয় করেছে এটি। মোটে ২০ কোটি রুপি বাজেটের এই ছবির আয় ছাড়িয়েছে ৩০০ কোটি! অবিশ্বাস্য এই আয় যে ধর্মীয় আবেগ আর বিতর্ককে পুঁজি করে হয়েছে, তাতে সংশয় নেই বিশ্লেষকদের।
তবে বিস্ময়কর ব্যাপার হলো, বক্স অফিসে ব্লকবাস্টার হলেও ‘দ্য কেরালা স্টোরি’ কিনতে চাইছে না কোনও ওটিটি প্ল্যাটফর্ম! এমনটাই জানালেন ছবির নির্মাতা সুদীপ্ত সেন। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, ছবিটি অনলাইনে স্ট্রিমিং হবে।
তবে সুদীপ্ত সেন বললেন, ‘না, এগুলো ভুয়া খবর। আমরা প্রথম সারির কোনও ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবের জন্য এখনও অপেক্ষায় আছি। কিন্তু এ পর্যন্ত কোনও অফার আসেনি। মনে হচ্ছে, ফিল্ম ইন্ডাস্ট্রি একত্র হয়ে আমাদের শাস্তি দিতে চাইছে!’
কিন্তু কিসের শাস্তি? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘আমাদের ছবির সাফল্য ইন্ডাস্ট্রির কিছু মানুষকে বিরক্ত করেছে! সেজন্য একটা অংশ জোটবদ্ধ হয়ে আমাদের শাস্তি দিতে চাচ্ছে।’
এদিকে প্রথম সারির একটি ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। তাদের ভাষ্য, ‘আমরা রাজনৈতিকভাবে বিতর্কিত কিছুতে যুক্ত হতে চাই না।’
বলিউড বিশেষজ্ঞদের মতে, ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছে বটে। কিন্তু ছবির বিষয়বস্তুর কারণে দর্শকের একটা অংশ বিরক্ত হতে পারে। সেটা যেকোনও ওটিটি প্ল্যাটফর্মের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। এ কারণে প্রধান কোনও প্ল্যাটফর্ম এই ঝুঁকি নিতে চাইছে না।
উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় অভিনয় করেছেন আদাহ শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিধি ইদনানি প্রমুখ। গত ৫ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
সূত্র: বলিউড হাঙ্গামা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।