বগুড়ায় এক কৃষি কর্মকর্তাকে মব সৃষ্টি করে ও হানি ট্রাপে ফেলে একটি ব্লাক মেইল চক্র কোটি টাকার চাঁদাবাজি করার চেষ্টায় আছে বলে অভিযোগ উঠেছে। মব সৃষ্টিকারীরা ব্ল্যাকমেলে ব্যর্থ হয়ে এখন ওই কর্মকর্তাকে মামলায় ফাঁসানোর অপচেষ্টা করছে। উক্ত কর্মকর্তার ছবি এডিটিং করে নারীসঙ্গের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
এ অবস্থায় চাঁদাদাবি, ছিনতাই ও পর্নোগ্রাফি আইনে এক নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী মুহা. মশিদুল হক। তিনি বগুড়ার কৃষি বিভাগের জেলা বীজ প্রত্যয়ন অফিসের উপপরিচালক। তার অভিযোগ, প্রত্যাশিত চাঁদা না দেওয়ায় তাকে হানি ট্রাপ ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে চক্রটি।
গতকাল বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাসান বাসির জানান, কৃষি কর্মকর্তার দায়ের করা মামলার তদন্ত চলছে। তার বিরুদ্ধেও এক নারী বাদী হয়ে মামলা করেছে। ঘটনাটি নিখুঁতভাবে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য গত ২৭ জুলাই বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন কৃষি কর্মকর্তা মশিদুল হক। আদালতের বিচারক মো. মেহেদী হাসানের আদেশে গত শুক্রবার বগুড়া সদর থানায় মামলাটি রেকর্ড হয়। এজাহারনামীয় আসামিরা হলেন- শহরের মালগ্রাম এলাকার রতœা পারভীন নিপা এবং সেউজগাড়ীর সৌরভ।
মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা সরকারি কর্মকর্তাদের টার্গেট করে হানি ট্রাপ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী কৃষি কর্মকর্তা মশিদুল হক চারমাস আগে বগুড়া জেলা বীজ প্রত্যয়ন অফিসে যোগদান করার পরই প্রতিবন্ধকতার মুখোমুখি হন। কর্মস্থলে আসা-যাওয়ার পথিমধ্যে অজ্ঞাত ব্যক্তিরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। গত ১৫ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া মোড়ে পথরোধ করে আসামিরা তাকে কৌশলে তুলে নিয়ে যায়। চাকু ঠেকিয়ে নারীকে কাছে বসিয়ে অন্তরঙ্গ ছবি তোলে। তাকে ব্ল্যাকমেল করে একদিনের মধ্যে ২০ লাখ টাকা দাবি করে এবং আইফোন ছিনিয়ে নেয়। চাঁদা না পেয়ে নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এছাড়াও অভিযুক্তরা কৃষি কর্মকর্তার বাসার সামনে গিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হলে এ বগুড়া সদর থানায় জিডি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।