জুমবাংলা ডেস্ক: বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়। আজ সকাল ৮টায দলীয় কার্যারয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সভাপতির বক্তব্য রাখেন। তিনি বলেন বঙ্গবন্ধু ৬ দফা বাংলাদেনের স্বাধীনতার মূল ভিত্তি । ১৯৬৬ সালে বাঙালির মুক্তি সনদ ৬-দফা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফার মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার বীজ বপন করেন বঙ্গবন্ধু।
স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়াামী লীগের সহ সভাপতি এডভোকেট আমানুল্লাহ, প্রদীপ কুমার রায, যুগ্ন সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, বন ও পরিবেশ সম্পাদক শিরিন আনোয়ার জর্জিস, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, নাসরিন রহমান সীমা, যুব ও ক্রীড়াা সম্পাদক মাশরাফি হিরো, প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।