জুমবাংলা ডেস্ক : বগুড়ায় করতোয়া হোমিও হল এন্ড ল্যাবরেটরীতে অভিযান চালিয়ে ১৫শ লিটার রেক্টিফায়েড স্প্রিরিট জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় ওষুধ তৈরির উপকরণসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নাটাইপাড়া এলাকায় ওই হোমিও হলে এ অভিযান চালায় পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, করতোয়া হোমিও হলের মালিক শহিদুল আলম সবুরসহ চারজন দুইদিনের রিমান্ডে রয়েছেন। সবুরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি রেক্টিফায়েড স্প্রিরিট মজুদ রাখার তথ্য দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, বগুড়ায় বিষাক্ত মদপানে মারা যাওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার চারজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বুধবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারেক তাদের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন, পিএম (পারুল) হোমিও ল্যাবরেটরিজের মালিক নুরুন্নবী, শহরের গালাপট্টি মুন হোমিও হলের মালিক আব্দুল খালেক, হাসান হোমিও ফার্মেসির কর্মচারী মো. আবু জুয়েল ও করতোয়া হোমিও হলের মালিক শহিদুল আলম সবুর।
বগুড়ায় বিষাক্ত মদপানে আটজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে পুলিশ। এদিকে, মৃতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত জেলায় অন্তত ১৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের নিশ্চিত করা ব্যক্তিরা বাদে অন্যরাও বিষাক্ত মদপান করেছিলেন। বিষাক্ত মাদক বিক্রির অভিযোগে সোমবার করা মামলায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১১টার মধ্যে নুরন্নবী, খালেক, জুয়েল ও সবুরকে গ্রেফতার করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।