জুমবাংলা ডেস্ক: নীলফামারি জেলার সৈয়দপুরে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’ নামে স্থাপিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্বীকৃত নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকায় ২০১৯ সালের ২০ জুন উল্লেখিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য দেওয়া বিজ্ঞাপনের ভিত্তিতে কোন ধরনের কর্মকান্ডে সম্পৃক্ত না থাকার জন্য সবাইকে সতর্ক করেছে মন্ত্রণালয়। বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।