জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপির আমলের বাংলাদেশ আর এই সময়ের বাংলাদেশের মধ্যে পার্থক্য অনেক। বাংলাদেশের উন্নয়ন এখন সারাবিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে। যে দেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিলো, সেই দেশ এখন বিশ্ব জয় করেছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের চূড়ায় পৌঁছে গেছে।’
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার পরবর্তী ৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত দেশের যে উন্নয়ন হয়েছিল, পরবর্তী ২১ বছরে অর্থাৎ এরশাদ-জিয়া-খালেদার আমলে তা হয়নি। পরে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসে উন্নয়নের হাল ধরেছিলেন। বিএনপিতে দেশের সম্পদ ধ্বংস করেছিল।’
নানক বলেন, ‘শেখ হাসিনা সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়েই দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। মানুষ এখন শেখ হাসিনার নেতৃত্বে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে।’
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা স্মরণ করে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বারবার মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে। তিনি একজন মৃত্যুঞ্জয়ী প্রধানমন্ত্রী। গ্রেনেড হামলা করে আমাদের আশা ভরসাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে। সেদিন আমার মনে হয়েছিল- প্যান্ডেলের চার কোণে চারজন ফেরেস্তা দাঁড়িয়ে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন।’
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।