সৈয়দপুরে বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা চ্যাম্পিয়ন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে।

তারা ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বাঙ্গালীপুর ইউনিয়ন দলকে হারিয়ে টানা দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ট হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমীনও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া এবং উপজেলার সকল ক্রিড়ামোদি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *