স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের বন্দরনগরী চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ।
চট্টগ্রাম পর্বের প্রথম দিনে আজ মাঠে নামবে চারটি দল। দুপুর ১টা ৩০ মিনিটে লড়বে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।
আট দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। আট দিনের মধ্যে দু’দিন বিরতিও রয়েছে। ১৭ থেকে ২৪ ডিসেম্বর হবে চট্টগ্রাম পর্ব।
ঢাকার প্রথম পর্বে ২টি করে জয়ের স্বাদ নেয় রাজশাহী ও চট্টগ্রাম। তবে ঢাকা পর্বে রাজশাহী ২টি ও চট্টগ্রাম ৩টি ম্যাচ খেলে। ১টি ম্যাচ খেলে ১টিতেই জিতেছে খুলনা। আর ৩টি ম্যাচ খেলে সবক’টিতেই হারে সিলেট।
১১ ডিসেম্বর ঢাকায় শুরু হয় বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএল। ১৪ ডিসেম্বর ঢাকার প্রথম পর্ব শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।