
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে টোল প্লাজার ওজন মাপার যন্ত্র (স্কেল মেশিন) বিকল ও সেতুর ওপরসহ দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ কারণে আজ মঙ্গলবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোটার তীব্র যানযটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের ওই অংশে থেমে থেকে যানচলাচল করে। এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ওজন স্টেশনের ওজন মাপার যন্ত্র (স্কেল মেশিন) বিকল হওয়ায় সেখান দিয়ে ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ট্রাকের সারি দীর্ঘ হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-এলেঙ্গা মহাসড়কের ১৩ নম্বর ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কোন ধরনের হতাহতের ঘটনা হয়নি বলে জানান পুলিশ।
এরপর সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনের ৪৮ নম্বর পিলারের কাছে কার্ভাডভ্যানের পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনের দুজন গুরুত্বর আহত হয়। পরে সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে, সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল সিস্টেম বিকল হওয়ায় সেতুতে টোল আদায় বন্ধ থাকে।
এর ফলে সেতুর দুইপাড়ে পরিবহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। সরেজমিনে বেলা ১১টার দিকে মহাসড়কের কোথাও কোথাও ধীরগতিতে পরিবহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়, আবার কোথাও কোথাও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচলের চিত্র দেখা যায়। তবে বেলা বারার সঙ্গে সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুর ওজন মাপার স্কেল মেশিনে সমস্যা হওয়ায় টোল আদায় বন্ধ থাকে আধা ঘণ্টা। এছাড়াও সেতুর ওপরসহ মহাসড়কে দুটি স্থানে দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।
ওসি আরও জানান, সেতুর ওপর দুর্ঘটনায় দুইজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে টোল আদায় শুরু হলে যানচলাচল স্বাভাবিক হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


