জুমবাংলা ডেস্ক: পাঞ্জাবি ভাষায় ‘বাংলাদেশ দীর্ঘজীবী’ হোক এবং ‘সোনার বাংলা’ শিরোনামে মুক্তিযুদ্ধের পক্ষে কবিতা লেখার অপরাধে পাকিস্তানের কবি আহমেদ সালিমকে জেল খাটতে হয়েছিলো। স্বাধীনতার ৯ মাস পর ১৯৭২ সালের জানুয়ারি মাসে মুক্তি পান তিনি।
এ তথ্য নিশ্চিত করে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাসান ইমাম জানান, ২০১৭ সালের ২৬ জুলাই শহীদ জননী জাহানারা ইমাম স্মরণ অনুষ্ঠানে এসে আহমেদ সালিম বক্তব্য দেন।
এসময় আহমেদ সালিম বলেন, ‘ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখার জন্য পুলিশ আমাকে গ্রেপ্তার করতে এলে তখন ৪ বছর বয়সী আমার বোনঝি জিজ্ঞাসা করেছিল যে, মামাকে ধরে নিয়ে যাচ্ছে কেন, তখন আমার বোন অর্থাৎ তার মা বলেছিল যে তোমার মামা জেনারেল ইয়াহিয়ার বিরুদ্ধে কবিতা লিখেছে। বোনঝি কবিতার মানে বোঝে না, তাই বলেছিল, ইয়াহিয়া মামার বিরুদ্ধে একটি কবিতা লিখতে পারত, ধরে নিয়ে যাওয়া কী প্রয়োজন। এই নিষ্পাপ শিশুর মন্তব্যের ভেতর বিচারের গভীর তাৎপর্য নিহিত।’
তিনি আরো বলেন, সামরিক আদালতে হাজির করা হলে বিচারক আমাকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। তখন আমি ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসা করেছিলাম- ‘আপনি কি নিশ্চিত যে পরবর্তী ছয় মাস আপনি ক্ষমতায় থাকবেন।’ এরপর ক্ষিপ্ত হয়ে বিচারক আমাকে পাঁচটি বেত্রাঘাত করার আদেশ শাস্তিতে যোগ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।