জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে যশোরের আকাশে উড়লো ১০১টি ফানুস। সকলকে আলোর পথের যাত্রী হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের উদ্যোগে এ ফানুস উড়ানো উৎসব হয়। শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
করোনাকাল বিবেচনায় সংক্ষিপ্ত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। সঞ্চলনা করেন শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদ গনি খাঁন রিমন।
উদ্বোধনের পর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ অতিথিরা ফানুসের মোমে আগুন ধরিয়ে ছেড়ে দিলে মুহূর্তেই সেটি উড়ে যায় আকাশপানে।
উৎসবে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খাঁন পলাশ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সভাপতি অ্যাড. জহুর আহমেদ, বন্ধুসভার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস, সাহিত্য পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান, সদস্য বিদ্যুৎ দে, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজ্জামান, সাধারণ সম্পাদক জ্যোন্সা আরা মিলি, জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রিনি খাঁন প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।