জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার বরুড়ায় ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় উপজেলার শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ বাসসকে বলেন, দিনব্যাপী বিভিন্ন বিভাগের প্রায় ৬ হাজার হত দরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি। সংগঠনের সভাপতি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপসচিব মোঃ শাহ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রুহুল আমিন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন, শাহেরবানু আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হক, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মোঃ আবদুর রশিদ, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সোহেল সামাদ, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন খন্দকার স্বপন প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।