জুমবাংলা ডেস্ক: জাতীয় পরিচয়পত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রতিস্থাপন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেছেন মোঃ নয়ন ইসলাম নামে পাবনার ঈশ্বরদী উপজেলার এক যুবক।
আজ (৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এই স্মারকলিপি প্রদান করেন।
নয়ন ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি একজন প্রাপ্ত বয়ষ্ক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমার নামে একখানা জাতীয় পরিচয় পত্র ইস্যু করেছে। জাতীয় পরিচয়পত্রে আমার নাম, পরিচয় ও জন্ম তারিখ উল্লেখ থাকলেও আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি জাতীয় পরিচয়পত্রে নাই।’
তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র ও স্মাটকার্ডে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি না থাকায় তা পূর্ণাঙ্গ হয়নি বলে আমি মনে করছি। আমি আরও মনে করছি, জাতীয় পরিচয়পত্রে ও স্মার্ট কার্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রতিস্থাপন করে তাঁকে বর্তমান, ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে তুলে ধরা উচিত।’
নয়ন ইসলাম জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রতিস্থাপন করে দেশের সর্বস্তরের নাগরিকদের মাঝে সরবরাহের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



