জুমবাংলা ডেস্ক: লঘুচাপের প্রভাবে মোংলাসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি বয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ২ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেই সাথে ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ৪৪ কিলোমিটার। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ছাড়া রাতেও দমকা-ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মায়ানমার উপকূলে অবস্থান করছে, যা বাংলাদেশ উপকূলেরও কাছাকাছি। তিনি আরো বলেন, উপকূলে ঝড়ের পূর্বাভাস থাকায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।
বনবিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, ‘জেলেরা সাগরে মাছ ধরারত অবস্থায় বিকেলে ঝড় শুরু হয়। তবে এতে জেলে ও ট্রলারের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা এখনও জানা যায়নি।
একদিনের ব্যবধানে তালাক ছাড়াই মেয়েকে দ্বিতীয় বিয়ে দিলেন বাবা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।