বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণের সংখ্যা কমে গেছে। অনেক অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীই বছরের বেশিরভাগ সময় ‘অলসভাবে’ কাটিয়েছেন। তবে চলতি বছরের শেষে প্রান্তিকটা কিছুটা হলেও ভালো যাচ্ছে। কয়েকটি আলোচিত সিনেমা মুক্তির পাশাপাশি কর্মব্যস্ত হয়ে পড়ছে এই অঙ্গন। ডিসেম্বরের মাঝামাঝি সময় এসেই বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু হয়েছে।
ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খানের ব্যস্ততার যেন শেষ নেই। বর্তমানে এ অভিনেতা তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় সিনেমার কাজ করছেন। বীর নিয়ে ব্যস্ত আছেন। ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাকিব খান ও শবনম বুবলিকে। এছাড়া ছবিতে রয়েছেন মিশা সওদাগর, ডন, জ্যাকি আলমগীরসহ আরও অনেকে। চলতি মাসে ছবির কাজ শেষ করার কথা রয়েছে।
চলতি বছরের শেষ প্রান্তিকে সবচেয়ে বেশি ব্যস্ত অভিনেতা সিয়াম আহমেদ। নাটকে কাজ না করলেও বেশ কয়েকটি সিনেমা ও বিজ্ঞাপনচিত্র নিয়ে ব্যস্ত আছেন। তিনি দুটো সিনেমার কাজ করছেন। ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এ সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন বিদ্যা সিনহা সাহা মীম।
১৮ ডিসেম্বর থেকে ‘অপারেশন সুন্দরবন’ শিরোনামের সিনেমারও শুটিং করছেন সিয়াম। ছবিটি নির্মাণ করছেন পরিচালক দীপংকর দীপন। এই সিনেমায় আরো অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, তাসকিন রহমান, রোশান, নুসরাত ফারিয়া প্রমুখ।
এদিকে অভিনেতা নিরব হোসেন ব্যস্ত নির্মাতা সৈকত নাসিরের ক্যাসিনো সিনেমা নিয়ে। এরই মধ্যে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ করেছেন নির্মাতা। এতে নিরবের সঙ্গে প্রথমবার কাজ করছেন বুবলি। চলচ্চিত্রটি আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।
অভিনেত্রী পূজা চেরি আরও নতুন দুটি ছবি নিয়ে আসছেন দর্শকদের জন্য। ভৌতিক ঘরানার জ্বিন ছবিতে অভিনয় করছেন তিনি। এতে পূজার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা সজলকে। এরইমধ্যে সময় ও সাইকো নামে অনন্য মামুন পরিচালিত দুটি ছবিতে অভিনয় করবেন পূজা।
এদিকে চলচ্চিত্রে ফিরেই কয়েকটি সিনেমার কাজ করছেন তানহা মৌমাছি। ‘দখল’ ও ‘ইয়েস ম্যাডাম’ শিরোনামের শুটিংয়ে ব্যস্ত তিনি। ‘দখল’ সিনেমা নির্মাণ করছেন খল অভিনেতা আমির সিরাজি। ‘ইয়েস ম্যাডাম’ নির্মাণ করছেন রকিবুল ইসলাম রকিব। এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘ চার বছর পরে সিনেমার শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা কেয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


