বিনোদন ডেস্ক: ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দিন দ্য ডে’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ দিন পর দেশীয় সিনেমায় সুবাতাস বইতে শুরু করে; সিনেমাগুলো দীর্ঘ দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে। এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও সেগুলোর সেল রিপোর্ট ভালো যায়নি।
সর্বশেষ গত শুক্রবার সারা দেশে মুক্তি পায় ‘জয় বাংলা’ শিরোনামে সিনেমা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জাহারা মিতুকে প্রেক্ষাগৃহে পেয়েছেন দর্শক। বাপ্পির বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন মিতু। সিনেমাটি নিয়ে লোকসানের শঙ্কায় হল মালিকরা।
মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। ২০২০-২১ অর্থ বছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পায়। খোঁজ নিয়ে জানা যায়, সিনেমাটি মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন হতাশ করেছে দর্শকদের।
সিনেমার সেল রিপোর্টের বিষয়ে লায়ন সিনেমাস হল কর্তৃপক্ষ জানান, যেমন আশা করেছিলেন, তেমন ব্যবসা করতে পারছেন না। খুব কম সংখ্যক দর্শক দিয়েই শো চালাতে হয়েছে। মুক্তির দ্বিতীয় দিনেও একই চিত্র ছিল।
ময়মনসিংহের ছায়াবাণী ও শেরপুরের চন্দ্রিমা প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ জানিয়েছেন, তারাও তেমন ব্যবসা করতে পারছেন না সিনেমাটি দিয়ে। শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও মাত্র ২৫ ভাগ টিকিট বিক্রি হয়েছে। সবকিছু মিলিয়ে ‘জয় বাংলা’ দিয়ে আবারো লসের খাতা খুলতে হবে বলেও জানিয়েছেন হল কর্তৃপক্ষ।
এদিকে, একই দিনে মুক্তি পেয়েছে আরেক সিনেমা মিজানুর রহমান শামীম পরিচালিত ‘৭১ এর একখণ্ড ইতিহাস’। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের মাত্র ৭টি প্রেক্ষাগৃহে। জানা গেছে, এই সিনেমাও মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন হতাশ করেছে দর্শকদের।
আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই দিয়ে খাওয়ানোর ঘোষণা দিলেন প্রযোজক ফারুক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।