আন্তর্জাতিক ডেস্ক: বছরে দুইবার বেতন বাড়াচ্ছে পোল্যান্ড সরকার। চলতি বছরের জানুয়ারিতে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩ হাজার ৪৯০ জলোটি (পোল্যান্ডের মুদ্রা) করা হয়েছে। আগামী জুলাইতে আবার বাড়িয়ে ৩ হাজার ৬০০ জলোটি করা হবে।
চলতি বছরের জানুয়ারিতে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩ হাজার ৪৯০ জলোটি (পোল্যান্ডের মুদ্রা) করা হয়েছিল। আগামী জুলাইতে এই মজুরি আবারো বাড়িয়ে ৩ হাজার ৬০০ জলোটি করা হবে। আজ শনিবার দেশটির পরিবার ও সামাজিক নীতিমন্ত্রী মারলেনা মালাগ এ তথ্য জানান
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিএমপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতিমন্ত্রী মালাগ বলেন, ‘আগামী বছর ন্যূনতম মজুরি ৪ হাজার ২০০ জলোটির উপরে হবে। দুই ধাপে এই মজুরি বাড়ানো হবে। প্রথম ১ জানুয়ারি, দ্বিতীয়বার ১ জুলাই। চলতি বছরও একই পদ্ধতিতে বাড়ানো হয়েছে এবং হবে।
পোল্যান্ডে সাম্প্রতিক মাসগুলোতে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ দশমিক ৪ শতাংশে পৌঁছায়। যদিও এপ্রিলে এই হার কমে দাঁড়ায় ১৪ দশমিক ৭ শতাংশে। এ অবস্থায় ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টিকে এই বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে হবে।
‘একটি কিনলে একটি ফ্রি’, ফাঁদে পড়ে ৯০ হাজার টাকা খোয়ালেন এক নারী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।