বছরের প্রথম দিন নতুন অতিথি আসলো প্রসেনজিতের ঘরে

প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী সোশ্যালে খুব বেশি সক্রিয় নন। তবে সোশ্যালে যদি কখনো কিছু শেয়ার করেন তা সানন্দে গ্রহণ করে নেয় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এবার ইংরেজি নববর্ষের প্রথম দিনই সবার সঙ্গে পরিচয় করালেন পরিবারের নতুন সদস্যের সঙ্গে।

টালি তারকা বর্তমানে স্ত্রী অর্পিতা ও ছেলে তৃষাণজিতকে নিয়ে সুখের সংসার করছেন। এরমধ্যে তার ঘরে নতুন অতিথির আগমনের খবরে প্রশ্ন উঠা স্বাভাবিক। নায়কের ঘরে কে এল তাহলে?
প্রসেনজিৎ
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১ জানুয়ারি) প্রসেনজিৎ একটি ফুটফুটে সারমেয় কিনেছেন। সেটার সঙ্গেই পরিচয় করিয়ে দিয়েছেন সবাইকে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করে সে কথাই জানালেন তিনি।

অভিনেতা বলেন, ‘নতুন বছরের প্রথম দিনে আমাদের পরিবারের নতুন সদস্যের সঙ্গে আলাপ করুন-র‌্যাম্বো। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের নববর্ষের শুভেচ্ছা।’
প্রসেনজিৎ
নায়কের এই পোস্টে ভালোবাসা ও প্রশংসামূলক মন্তব্য করেছেন শুভাকাঙ্ক্ষীরা। একজন মন্তব্য করেছেন, কী মিষ্টি দেখতে। অনেক আদর র‌্যাম্বোকে।

কয়েকদিন আগেই বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বুম্বাদা। তখন মাথায় লাল টুপিতে নাচতে দেখা গিয়েছিল তাকে। পেছনে থাকা ক্রিসমাস গাছ সাজানো ছিল সবুজ রঙের ছোট ছোট লাইটে। সেখানে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন প্রিয় তারকাকে।

প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে বিয়ের ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেতা