বিনোদন ডেস্ক: বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে নাজিম জয় ও আজমেরী হক বাঁধন অভিনীত ওয়েব সিরিজ ‘গুটি’। ওটিটি প্লাটফর্ম চরকি’র প্রযোজনায় এই ওয়েব সিরিজের শুটিং চলাকালীন একটি ছবি অভিনেতা-উপস্থাপক নাজিম জয় তার ফেসবুক প্রোফাইলে প্রকাশ করলে বেশ আলোচনা তৈরি হয়। পরবর্তীতে হঠাত্ করেই ছবিটি তিনি ডিলিটও করে ফেলেন! কারণ হিসেবে জানান, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ রয়েছে, যাতে কোনো ছবি লীক না হয়।’
ওয়েব সিরিজ ‘গুটি’র নির্মাতার নাম শঙ্খ দাশগুপ্ত। নির্মাতা প্রসঙ্গে সিরিজের পাত্র-পাত্রী দুজনই দারুণ উচ্ছ্বাস প্রকাশ করলেন।
তাই নতুন বছরটা ভিন্নভাবে উপভোগ করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বছরের শুরুতেই ওটিটির কাজ নিয়ে হাজির হবেন এ অভিনেত্রী। ৫ জানুয়ারি একটি ওটিটি প্লাটফর্মে প্রচার করা হবে তার অভিনীত নাটক ‘গুটি’।
ডার্ক-থ্রিলারধর্মী এ সিরিজ নিয়ে ট্রেলর প্রকাশের পর থেকেই কৌতুহল তৈরি হয়েছে। বছরের ক্যালেন্ডারের হিসেবে এটিই হতে যাচ্ছে বছরের প্রথম ওয়েব সিরিজ। এরই মধ্যে এর ট্রেলারও প্রকাশ হয়েছে। এতে অভিনেত্রী বাঁধনকে দেখা গেছে মাদক কারবারির চরিত্রে। নানা ঘটনায় জড়িয়ে পড়েছেন প্রতিনিয়ত। তাই রয়েছেন পুলিশের নিশানায়।
এ ওয়েব সিরিজ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘সমাজে বড় বড় রাঘববোয়ালের হাতে যারা দাবার গুটির মতো ব্যবহূত হয়, সেসব মানুষের গল্পে নির্মিত হয়েছে এ সিরিজ। এতে তেমনই এক নারীর জীবনযাপন ও সংগ্রামের গল্প বলা হয়েছে। চরিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
বাঁধন ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদ প্রমুখ।
অভিনেতা নাজিম জয়ের দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার। একই সাথে নাটক-সিনেমা নির্মানেও তার পদচারণা দারুণ। তবে মাঝে অভিনয় থেকে কিছুটা খামতি দিয়ে উপস্থাপনা শুরু করলে ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় অবস্থানের আলো দেখেন তিনি। এরপর গত বছর থেকে আবারও নিজের পুরনো পরিচয়েই যেন দর্শকের কাছে নতুন করে ধরা দিচ্ছেন।
গুটি সিরিজ নিয়ে নাজিম জয় বলেন, ‘শঙ্খ খুবই যত্নশীল একজন নির্মাতা। ওকে এভাবে ব্যাখ্যা করা যায়- যেমন ধরা যাক কোনো কোনো নির্মাতা হয়ত ভীষণ মেধাবী, কিন্তু এর পাশাপাশি তাদের একটি অতি দ্রুত হিট হবার একটা প্রবণতাও দেখা যায়। শঙ্খের ভেতরে এসব তাড়না বা অস্থিরতা নেই। ও কাজটার প্রেমে ডুবে থেকে সেই কাজটা শেষ করতে চায়। এটা আমি কাজ করেছি বলে বলছি না, ওকে যারা চেনেন তারা সবাই একই কথা বলবেন। তাই এধরনের চারণ নির্মাতার কাজ করতে আরাম লাগে। ভাল লাগে, দর্শক ফলাফল যাই হোক না কেন, দারুণ একটা কাজ করতে পেরেছি।’
তবে জয় আবারও নিয়মিত অভিনয়ে আসবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভাল কাজ তো করতেই চাই। কিন্তু সেই সুযোগটা কোথায়? চাইলেই কি আমি আমার প্রিয় নির্মাতাদের সাথে কাজ করতে পারবো? তাদের আকাঙ্খার খাতায় যদি আমি না থাকি, শুধু আমি চেয়ে তো লাভ নেই! তবে অনেক ভাল ভাল নির্মাতা আমাদের দেশে রয়েছেন। তাদের সকলের কাজ করতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।