বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বছরের শেষ সূর্যগ্রহণ হবে আগামী শনিবার (৪ ডিসেম্বর)। এর আগে গত ১৯ নভেম্বর হয়ে গেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এর ঠিক ১৫ দিন পর সূর্যগ্রহণ হতে যাচ্ছে। এ পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার দিন শনিবার। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।
তবে দক্ষিণ এশীয় অঞ্চল থেকে এ গ্রহণ দেখা যাবে না। এটি স্পষ্ট দেখা যাবে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে। বেশকিছু মহাকাশ সংস্থা ৪ ডিসেম্বর সূর্যগ্রহণ লাইভ দেখাবে।
হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী, অমাবস্যা তিথির কৃষ্ণপক্ষে মার্গশীর্ষ মাসে এ সূর্যগ্রহণ হতে চলেছে।ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। তবে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। তবে ৪ ডিসেম্বর লাইভ দেখা যাবে এ গ্রহণ। সেরকমই ব্যবস্থা করেছে কিছু মহাকাশ সংস্থা। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে। গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন। সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না। গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।