জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে— সেটা বিদেশি লোক শেখাতে পারবে না। সেটা আমার দেশের লোক, আমার দেশের মাটি থেকে উঠে আসতে হবে।
 
তিনি জোর দিয়ে বলেন, একজন ব্যক্তি কত বড় জ্ঞানী সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তিনি কতটুকু দেশপ্রেমী। তার মতে, জ্ঞানী লোক ধুরন্ধর চোর হতে পারে, কিন্তু দেশপ্রেমিক লোক মূর্খ হলেও চোর হতে পারে না। তাই দেশপ্রেমী হওয়াটাই গুরুত্বপূর্ণ।
মাসুদ কামাল দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারীদের সমালোচনা করে বলেন, যে ব্যক্তি এই দেশে জন্ম নিয়ে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করল, সে প্রমাণ করল একজন কৃষকের থেকেও সে কম দেশপ্রেমী। তিনি স্বীকার করেন, বিদেশে ইনকাম করে ডলার পাঠানোয় কোনো সমস্যা নেই, কিন্তু অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করা প্রমাণ করে যে ব্যক্তি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সম্পর্কে মাসুদ কামাল বলেন, এই লোক আমাকে শেখাবে দেশ কেমনে চলতে হয়! ডক্টর আলী রীয়াজ শেখাবে রিকশা কেমনে চালাতে হয়? এটা রিকশাওয়ালা জানে, যে রিকশায় চড়ে, যে রিকশা চালানো দেখে, রাস্তা দিয়ে হাঁটে সে জানে।
তিনি তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র কী হবে বা রাজনৈতিক দলগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে, তা কোনো বিদেশি লোক শেখাতে পারবে না; তা অবশ্যই দেশের মানুষ এবং দেশের মাটির থেকে উঠে আসতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


