বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এ বছরে নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়া হবে না বলে সম্প্রতি ঘোষণা দেন সংস্থার সিইও ইলন মাস্ক। তিনি জানান, ২০২২ সালে তারা আর নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়বেন না। এমনকি বহুল আলোচিত ‘সাইবার ট্রাকও’ বাজারে আসছে না। ইভি মডেলের দুটি বৈদ্যুতিক গাড়ির মডেলেরও উৎপাদন স্থগিত ঘোষণা করেন তিনি। যদিও গত বছর রেকর্ডসংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছিল টেসলা।
তার ওই ঘোষণার দুই দিন না যেতেই টেসলার শেয়ারের দামে বড় ধস নেমেছে। গত ২৭ জানুয়ারি এক দিনেই মার্কিন এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর হারায় ১২ শতাংশ (১০ হাজার কোটি ডলার)।
উল্লেখ্য, ২০২১ সালে রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে আমেরিকার সংস্থা টেসলা। রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি করে স্বাভাবিকভাবে আয়ের পরিমানও ফুলে ফেপে উঠেছিল। তবুও নতুন বছরে নতুন কোনও মডেল বাজারে আনবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন টেসলা সংস্থার কর্ণধার বা সিইও এলেন মাক্স (Elen mask)।
টেসলার কর্ণধার এলেন মাস্কের এই ঘোষণার পর কেটেছে মাত্র ২ দিন। তারপরই হঠাৎ টেসলার ঘরে ঘটল বিপত্তি। দুদিনের মধ্যেই হুড়নুড়িয়ে নেমে গেল সংস্থার ১২ শতাংশ শেয়ার দর। তবে শেয়ার মার্কেটে টেসলার পতন সম্পর্কে কথা বলতে গিয়ে একটা কথা অবশ্যই বলতে হয়, চতুর্থ ত্রৈমাসিকের আয় ঘোষণার পর টেসলার এই শেয়ার বাজার পতন বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। শেয়ার মার্কেটে টেসলার পতনের দিন দুয়েক আগেই টেসলা সংস্থার সিইও বা কর্ণধার এলন মাস্ক ঘোষাণা করেন, চলতি বছরে তারা কোনও নতুন প্রোজেক্ট নিয়ে আসছে না। অর্থাৎ টেসলার তরফে কোনও নতুন মডেল লঞ্চ করা হবে না। সেই সঙ্গে তিনি আরও বলেন, বহু প্রতিক্ষীত টেসলার সাইবার ট্রাক, যেটি ২০২২ সালে গাড়ি বাজারে আত্মপ্রকাশ করার কথা ছিল সেটিও আনা হচ্ছে না। এখানেই শোষ নয়, ইভি মডেলের দুটো বৈদ্যুতিন গাড়ির মডেলেরও উৎপাদনও আপাতত স্থগিত থাকবে বলে জানান হয়েছে। এই ঘোষণার পরেই বৃহস্পতিবারে আকস্মিক ধস নামল টেসলার শেয়ার দরে।
চতুর্থ ত্রৈমাসিকের আয় ঘোষণার পর টেসলারের শেয়ারের এই দর পতনে বিনিয়োগকারীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।