আইপিএলে বদলি খেলোয়ার হিসেবেও দল পেলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএল আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে গুজরাট লায়ন্স। নিলাম থেকে তারা দলে নিয়েছিল ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে। কিন্তু দুই কোটি রুপির মায়া ত্যাগ করে জেসন রয় ঘোষণা দেন, পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি এবারের আসরে খেলবেন না। জেসনের বদলি হিসেবে এবার আফগান তরুণ রহমানুল্লাহ গুরবাজকে নিল গুজরাট লায়ন্স।

মাত্র ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন ২০ বছর বয়সী রহমানুল্লাহ। যার সর্বশেষটি (১০৬*) বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে গত ২৮ ফেব্রুয়ারি করেছেন। টি-টোয়েন্টিতে বিধ্বংসী ওপেনার হিসেবে পরিচিত রহমানুল্লাহর গড় ২৬.৭০ আর স্ট্রাইক রেট ১৩৭.৬২। তবে ওয়ানডেতে তার গড় চমকে দেওয়ার মতো―৫৩.৫০। ৬৯টি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ছক্কা মেরেছেন ১১৩টি।

অথচ রহমানুল্লাহ গুরবাজ কিন্তু আইপিএলের মেগা নিলামে দল পাননি। এদিকে জেসন রয় আইপিএলে না খেলার ঘোষণা দেওয়ার পর ভারতের কিছু গণমাধ্যমে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়। বাংলাদেশের অলরাউন্ডার নিলামে দল পাননি। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান। আইপিএলে দল পেতেই সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে চাননি। দল না পাওয়ায় পরে তিনি নাকি বিসিবি সভাপতির কথায় দুই ফরম্যাটেই খেলতে রাজি হয়েছিলেন।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করলো দ. আফ্রিকা

কিন্তু গত পরশু বিজ্ঞাপনের কাজে দুবাই যাওয়ার আগে সাকিব ফের সাংবাদিকদের বলে যান, কোনো ফরম্যাটেই তিনি দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন না। কারণ তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। তার আগে থেকেই অবশ্য সাকিবকে নিয়ে আইপিএলে ফের গুঞ্জন চলছিল। সাকিব এখন দুবাই সফর শেষ করে দেশে ফিরে বিসিবির মুখোমুখি হবেন। তখনই হয়তো জানা যাবে, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়ে তার মনোভাব একই থাকে না বদলে যায়।

সাকিব ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রিকেট, নতুন যে খবর দিল বোর্ড