Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিকের লাখো শিক্ষক
    Bangladesh breaking news জাতীয়

    বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিকের লাখো শিক্ষক

    Tarek HasanJanuary 14, 20254 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : গত ১৯ দিন যাবত বদলি সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি-প্রত্যাশী দুই লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এই বদলি প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষাঙ্গন ও অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও কোনো প্রতিকার মিলছে না।

    অতি জরুরি কারণে বদলি পেতে শত শত শিক্ষক-শিক্ষিকা মন্ত্রণালয়ে ধরনা দিলেও কোনো লাভ হচ্ছে না। বিশেষ করে নারী শিক্ষকরা বেশি বিপাকে পড়েছেন। তাদের সন্তান, স্বামী ও পরিবার দূর জেলায় থাকলেও সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

    জানা গেছে, গত ২৬ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অফলাইন বদলি, প্রশাসনিক বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে গত ১ জানুয়ারি থেকে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সহকারী শিক্ষকদের কেবল আন্তঃউপজেলা বা আন্তঃথানায় বদলি কার্যক্রম শুরু করার নির্দেশনা ছিল চিঠিতে। কিন্তু সেই নির্দেশনাও বাস্তবায়ন হয়নি।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ‘মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার নির্দেশে বদলি বন্ধ রাখা হয়েছে। ঐ কর্মকর্তা বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী। আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের যাতে বদলি করা না যায়, এ জন্যই তিনি বদলি পুরোপুরি বন্ধ রেখেছেন।’

    অধিদপ্তর সূত্র ও প্রাথমিকের শিক্ষক নেতারা জানান, দেশের ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন শিক্ষক কর্মরত আছেন। তাদের অর্ধেকের বেশি বদলি-প্রত্যাশী। দীর্ঘদিন ধরে বদলি হতে না পারায় শিক্ষকদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও চাপা ক্ষোভ বিরাজ করছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী শিক্ষিকারা। অনেক স্বামী-স্ত্রী শিক্ষক দম্পতির কর্মস্থল একে অপরের থেকে প্রায় শত কিলোমিটার দূরে।

    এ বিষয়ে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের নেতারা বলেন, বদলি বন্ধ থাকায় সারা দেশের শিক্ষকদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও ক্ষোভ বিরাজ করছে। আমরা এমনও খবর পেয়েছি যে বদলি হতে না পারায় অনেকের সংসারজীবনেও বিপর্যয় নেমে এসেছে। তাই আমরা অবিলম্বে বদলি কার্যক্রম শুরু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    বদলি হতে না পেরে বেশ কয়েক জন শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তেমনই একজন শিক্ষক শীলা আক্তার। তিনি লেখেন, ‘দেশে সব কার্যক্রম চলছে; শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ। শিক্ষকরা কতটা শারীরিক, মানসিক কষ্টে আছেন, তা ভুক্তভোগীরাই জানেন। কর্তৃপক্ষের প্রতি বিনীত আবেদন, দ্রুত বদলি চালু করুন, আমাদেরকে সুস্থভাবে বাঁচার সুযোগ দিন।’

    নাম প্রকাশ না করার শর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন জন নারী শিক্ষক বলেন, বদলিটা তাদের খুবই দরকার। নারী হয়ে দূরের স্কুলে যাতায়াত করা কষ্টকর। সিরাজগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘সহকারী শিক্ষক হিসেবে আমার চাকরির বয়স ১০ বছরেরও বেশি। তা-ও বদলি হতে পাচ্ছি না।’

    শরীফা আক্তার সুমি নামে আরেক শিক্ষক বলেন, ‘নীতিমালায় বলা হয়েছে, যোগদান থেকে চাকরির বয়স দুই বছর পূর্ণ হলেই বদলির আবেদন করা যাবে। আবেদন করেছি, কিন্তু বদলি হতে পারছি না।’

    বগুড়ার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া সুলতানা। তার বাসা বগুড়ার শাহজাহানপুরে। স্বামীর কর্মস্থলও সেখানে। বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব ৮৫ কিলোমিটার। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় বাসে, হেঁটে ও সিএনজি অটোতে এ পথ পাড়ি দেন তিনি। তার উপজেলায় বর্তমানে সহকারী শিক্ষকের ১১টি পদ খালি আছে। তারপরও বদলি করা হয়নি। দুই শিশুসন্তানকে বাসায় রেখে তাকে সারা দিন কষ্ট করতে হচ্ছে। একইভাবে বদলি ভোগান্তিতে রয়েছেন পার্বত্য চট্টগ্রামের বাঙালি প্রাথমিক শিক্ষকরাও।

    নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর-পাবনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নাটোর, সিরাজগঞ্জ, রংপুর জেলার ২০ জন শিক্ষকও একই অভিযোগ করেছেন।

    অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি)। এ বিভাগের অধীনেই তৈরি করা হয়েছে অনলাইনে বদলির সফটওয়্যার।

    জানতে চাইলে আইএমডি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় শিক্ষক বদলি বন্ধ রয়েছে। আপাতত অনলাইনে শিক্ষক বদলি শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগেও তিন দফায় পাইলটিংয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে।’

    কেন তিন দফা উদ্যোগ নিয়েও অনলাইনে বদলির পাইলটিং শুরু করা যায়নি এমন প্রশ্নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘মূলত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েক জনের ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই বারবার পাইলটিং পিছিয়ে যাচ্ছে।’

    প্রসঙ্গত, ২০২০ সাল থেকে প্রায় আড়াই বছর বন্ধ ছিল প্রাথমিকের শিক্ষক বদলি কার্যক্রম। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২২’ জারি করে তৎকালীন সরকার। শিক্ষকদের ভোগান্তি রোধ ও দুর্নীতি রুখতে অফলাইন থেকে অনলাইনে বদলি আবেদন হলেও কোনো সুফল পাননি শিক্ষকরা। সব শর্ত পূরণ করেও বদলি হতে পারেননি অধিকাংশ শিক্ষক।

    রেমিট্যান্সে আরব আমিরাতকে পেছনে ফেলে শীর্ষে যুক্তরাষ্ট্র

    আবার অর্থের বিনিময়ে শর্ত পূরণ না করেও বদলি হন এক শ্রেণির শিক্ষক। এক্ষেত্রে ঐসব শিক্ষকদের প্রত্যেকের ৫ লাখ থেকে ৭ লাখ টাকা ঘুষ দিতে হয়েছিল বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রাথমিকের শিক্ষকরা আশায় বুক বেঁধেছিলেন যে, এবার হয়তো তারা বদলি সুবিধা পাবেন। কিন্তু তাদের সেই অপেক্ষা যেন আর শেষ হচ্ছে না। সূত্র: ইত্তেফাক

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় bangladesh, breaking news প্রাথমিকের বদলি বন্ধ ভোগান্তিতে লাখো শিক্ষক শিক্ষক-শিক্ষিকা
    Related Posts
    Nahid Islam

    নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে

    July 4, 2025
    Advisor

    জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন

    July 4, 2025
    ট্রেন চলাচল

    বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

    July 4, 2025
    সর্বশেষ খবর
    Bangladesh Tigers

    চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-২০ দল ঘোষণা

    dark

    বন্ধুর দেওয়া অণ্ডকোষে প্রাণ ফিরে পেয়েই আরেক বন্ধুর কাণ্ড

    Trump

    কিছু দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

    Nahid Islam

    নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে

    ওয়েব সিরিজ হট

    রিলিজ হল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    মেহেদির সঙ্গে যা মেশালে পাকা চুল কালো হয়

    ওয়েব সিরিজ

    সামনে এলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    Dance

    সবুজ প্রকৃতিতে লতা মঙ্গেশকরের গানে যুবতীর মনোমুগ্ধকর নাচ

    Village

    পাটগ্রাম থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ৪

    Indian citizen arrested

    মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.