জুমবাংলা ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব এডিটর মনসুর আলীর (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর এল ব্লকের ১১ রোডের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার সাংবাদিকদের জানান, সন্ধ্যায় তার সাথে থাকা আরেক সাংবাদিক বাইরে থেকে এসে দেখতে পান বাসা ভেতর থেকে বন্ধ। কোনো সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
মৃত্যুর কারণ জানতে চাইলে জুলফিকার আলী বলেন, ‘ময়নাতদন্তের পর জানা যাবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষে মনসুর আলী ঢাকায় এসে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেঁচে নেন। ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেয়ার আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।
তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। মনসুর আলীর আকস্মিক মৃত্যুতে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ।
এদিকে, মনসুরের মৃত্যুর সংবাদ শুনে তার সহকর্মী এবং ঢাকায় থাকা সহপাঠী ও বিভাগের সাবেক শিক্ষার্থীরা বনশ্রীর বাসায় ছুটে এসেছেন। গ্রামের বাড়ি থেকেও তার পরিববারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওয়ানা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।