বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গিয়েছে ‘পুষ্পা’র গান। হয় ‘ও আভান্তা’ নয় তো ‘শ্রীভাল্লি’র ম্যাজিকে বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী, বাদ নেই কলকাতাও। আল্লু অর্জুনের এই ছবি যেমন হিট, ততটাই সুপারহিট ছবির গান, আর আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, সামান্থা রুথ প্রভুর সিগনেচার স্টেপ। সেগুলি নকল করে রিল ভিডিয়ো বানাচ্ছেন তারকা থেকে আম জনতা। সেই তালিকায় এবার নাম লেখালেন অভিনেতা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। আল্লুর ‘শ্রীভল্লি’ গানে নাচলেন দুজনে। তবে একটা টুইস্টের সঙ্গে।
মন্দারমণির সমুদ্রসৈকতে এই গানে নাচলেন টলিউডের প্রেমিক জুটি, সঙ্গ দিল বন্ধুরা। বোঝাই যাচ্ছে সরস্বতী পুজোর ছুটিতে একটু হাওয়া বদল করতে সমুদ্রে গিয়েছেন দুজনে, সেখানেই ‘পুষ্পা’ ট্রেন্ডে গা ভাসালেন তাঁরা। আল্লু অর্জুনকে নকল করতে গিয়ে পায়ের স্লিপারও খুললেন বনি-কৌশানিরা।
বনি-কৌশানির এই নাচ দারুণ এনজয় করছেন ফ্যানেরা। কৌশানি নিজেই কম এনজয় করেননি। কমেন্ট বক্সে লিখেছেন, ‘এটা শ্যুট করাটা দারুণ মজার ছিল’।
‘পুষ্পা দ্য রাইজ’ মুক্তি পেয়েছে গত ১৭ই ডিসেম্বর। বক্স অফিসে প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছে পুষ্পা। শুধু দেশে নয়, বিদেশের দর্শকরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছবিকে এবং আল্লু-রশ্মিকার জুটিকে। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে এসে গিয়েছে এই ছবি, তবুও হলে রমরমিয়ে চলছে পুষ্পা। চলতি বছর শেষেই মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’।
বনিবনা ছিল না দুই বোন লতা-আশার? মৃত্যুর আগে আসল সত্যি জানিয়েছিলেন সুর-সম্রাজ্ঞী নিজেই