জুমবাংলা ডেস্ক : রাস্তার দুই পাশে গাছের সমারোহ। সেই গাছের ফাঁকেই আবার একটু জায়গা খালি। এমন খালি জায়গা মাঝে মাঝেই দেখা যায়। পাখির চোখে দেখলে মনে হবে, বনের মাঝে গোলাকার দাগ। এসব আসলে কীসের দাগ? অনেকেই মজা করে বলেন, এলিয়েনের পায়ের ছাপ। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু বিপর্যয়ের প্রভাবে এমন হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, এতদিন শুধু নামিবিয়া ও অস্ট্রেলিয়াতে এমন রহস্যময় দৃশ্য দেখা যেত। এবার বিশ্বের অন্যান্য দেশেও দেখা যাচ্ছে। সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা এমন ২৫০টি ছবি দেখা গেছে। এসব জায়গা ১৫টি দেশে অবস্থিত।
গত প্রায় ৫ দশক ধরেই এসব জায়গার রহস্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি পিএনএএস নামের একটি জার্নালে নতুন একটি স্টাডি প্রকাশিত হয়েছে। যাতে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গোল গোল ছাপের নাম ‘ফেইরি সার্কেলস’। এগুলো নিয়ে গবেষণা করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেওয়া হয়েছে।
নতুন করে সাহারা মরুভূমির পশ্চিমাঞ্চল, মাদাগাস্কার, দক্ষিণ-পশ্চিম এশিয়া ও সেন্ট্রাল অস্ট্রেলিয়ায় এমন গোল দৃশ্য দেখা গেছে। স্পেনের গবেষক এমিলিও গুইরাডো বলেন, বাস্তুসংস্থান ও পরিবেশগত ব্যাপারগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এর কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। বৃষ্টির প্রভাবও হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ‘ফেইরি সার্কেলস’হচ্ছে রহস্যময় বস্তু। বিজ্ঞানীরা বলছেন, শুষ্ক এলাকায় এসব বেশি দেখা যায়। ধুলোময় মাটিতে নাইট্রোজেন কম থাকলে এমন হতে পারে। এই সার্কেল থেকে খরার ইঙ্গিত পাওয়া যেতে পারে।
তবে এই ছাপ গোলাকার হয় কেন? এই প্রশ্নের উত্তর এখনো অনুমানও করা যাচ্ছে না। এখন তো সৌদি আরবের মরুভূমিতেও এমন ছাপ দেখা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।