ফেনীর সোনাগাজীতে এক যুবকের বন্দুক হাতে ফিল্মি স্টাইলে পোজ দেওয়া ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই যুবক যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তার পিতার দাবি, মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় পুরনো ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া যুবকের নাম মোহাম্মদ তানভির। সে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জহির মেম্বারের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ফেসবুকে ছবি প্রকাশের পর তানভির আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানভির যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। আগে নিয়মিত কাজকর্মের পাশাপাশি এলাকার মধ্যে ভদ্রভাবে চলাফেরা করত এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কিন্তু জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় কিছু বখাটেদের সঙ্গে সে অপরাধে জড়িয়ে পড়ে।
তানভিরের পিতা সাহাব উদ্দিন ছেলের যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি গরীব মানুষ, টমটম চালিয়ে পরিবার নিয়ে দুঃখ-সুখ জীবন পার করছি। এলাকার বখাটেদের প্রভাবে সে নষ্ট হয়ে গেছে। আগে ভাল ছিল, কাজকর্মের পাশাপাশি নামাজও পড়ত। এখন বখাটেদের প্রভাবে কাজকর্ম ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করলেও অধিকাংশ সময় কাজ না করে আড্ডা দেয়। বন্দুক হাতে ছবি তোলার বিষয়ে ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানিয়েছে স্থানীয় মহাজন বাড়ির নাইম ছবিটি তুলেছে। সে আমার কাছে ক্ষমাও চেয়েছে।’
হাদির খুনিকে ধরিয়ে দিতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের
তিনি আরও বলেন, ’স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীকে আমার ছেলে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করছে। তারা নাইমের ধারন করা ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে সে আর কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়াবে না জানিয়ে প্রশাসনসহ সবার কাছে অনুরোধ করেছি, তাকে ক্ষমা করা হোক এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ দেওয়া হোক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


