নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সারা বছরের কর্ম ব্যস্ততা। তবুও বন্ধুত্বের টানে কালীগঞ্জ শ্রমিক কলেজের সহপাঠীরা এক সাথে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সারাদিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকার গার্ডেন সেন্টার ফ্লাওয়ার পার্কে নানা আনুষ্ঠানিকতায় সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রেজাউল হায়দার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতাই রায় চৌধুরীর পরিচালনায় আনুষ্ঠানিকা পর্বে উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা ও রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়া পিএএ (সচিব) এর সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও অতিরিক্ত সচিব মো. মুহ: ফজলুর রহমান এবং মো. আতাউর রহমান।
এ সময় সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা ও রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়া পিএএ (সচিব), ডা: মোসলেহ উদ্দিন-মিঠু ও সহধর্মীনি, তার ডা: সহধর্মীনি, দুদকের উপ পরিচালক দেওয়ান শফিউদ্দিন আহাম্মেদ আজাদ ফরিদ, আক্তার হোসেন, দুলাল, আহাম্মদ আলী, প্রফেসার রতন ঘোষ, তুমলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের নান্নু, নবীউল ইসলাম, নজরুল ইসলাম, নলিনী দাস, লুৎফুন নাহার, নাজমা, আফরোজা বেবী, চন্দ্রবালা দাস, সাবেক এয়ারফোর্স অফিসার সফিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।