টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহও বাকি নেই, অথচ টুর্নামেন্ট ঘিরে নাটকীয়তা থামছেই না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত ক্রিকেটবিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ‘অন্যায়’ আখ্যা দিয়ে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

এর আগে গতকাল (শনিবার) বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’
বিগ ব্যাশে তুখোড় ফর্মে থাকা হারিস রউফকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে পাকিস্তান। মেলবোর্ন স্টার্সের হয়ে তিনি নিয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট, ১১ ম্যাচে শিকার ২০। একই প্রতিযোগিতায় খেলেছেন রউফের জাতীয় দলের সতীর্থ বাবর আজম। তার আসরটা ভালো না গেলেও ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন। সিডনি সিক্সার্স ওপেনার ১১ ম্যাচ খেলে ১০৩.০৬ স্ট্রাইকরেটে করেছেন ২০২ রান।
পাকিস্তান পেস আক্রমণে রয়েছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও সালমান মির্জা। তাদের সহায়তার জন্য আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। স্পিন বিভাগে আছেন আবরার আহমেদ, উসমান তারিক, দুই অলরাউন্ডার শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ, আর সাইম আয়ুব।
এদিকে স্কোয়াডে জায়গা করে নেওয়াদের মধ্যে সালমান আলী, ফাহিম আশরাফ, খাজা নাফে, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আবরার আহমেদ, বাবর, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহিন আফ্রিদি, শাদাব খান ও উসমান খান কোনো না কোনো বিশ্বকাপে খেলেছেন।
পাকিস্তান স্কোয়াড
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, বাবর আজম, ফখর জামান, খাজা নাফে, উসমান খান, সালমান আগা আলী (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, সালমান মির্জা, নাসিম শাহ, ও উসমান তারিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


