জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে কটূক্তি করায় বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এডিশনাল পিপি মো. আক্তারুজ্জামান বাহাদুরকে জেলা আইনজীবী সমিতি থেকে বরখাস্ত করা হয়েছে। পেশাগত অসদাচরণের দায়ে বুধবার বিকেলে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয় বরগুনা জেলা আইনজীবী সমিতি।
এর আগে স্থানীয়ভাবে দুর্নীতিবিরোধী বিভিন্ন প্রতিবেদন করায় বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়েও ফেসবুকে কটূক্তি করেন এই আইনজীবী। এসব কারণে জেলা আইনজীবী সমিতিতে অ্যাড. আক্তারুজ্জামান বাহাদুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় বরগুনা প্রেস ক্লাব।
এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির বলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. কামরুল আহসান মহারাজ এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবুর ক্রসফায়ার কামনা করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন আক্তারুজ্জামান বাহাদুর। পরে এ বিষয়ে অ্যাড. কামরুল আহসান মহারাজ সাধারণ ডায়েরি করার পাশাপাশি জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেন।
তিনি আরো বলেন, এ অভিযোগের কারণে আক্তারুজ্জামানের কাছে এ বিষয়ে একাধিকবার জবাব চায় জেলা আইনজীবী সমিতি। কিন্তু তিনি কোনো জবাব না দেওয়ায় জেলা আইনজীবী সমিতি গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী আক্তারুজ্জামান বাহাদুরের সদস্য পদ স্থগিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।