জুমবাংলা ডেস্ক: বরগুনা জেলার তালতলী উপজেলার পাঁচ ইউনিয়নে ষষ্ঠ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার (১৫জুন) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
বেসরকারি ফলাফলে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক ৩ হাজার ৯৩৬, কড়ইবাড়িয়া ইউনিয়নে ইব্রাহীম শিকদার পনু ৩ হাজার ৯, বড়বগী ইউনিয়নে আলমগীর মিয়া ৪ হাজার ৯১৪, নিশানবাড়িয়া ইউনিয়নে ড. কামরুজ্জামান বাচ্চু ৫ হাজার ৪০৫ ভোট ও ছোটবগী ইউনিয়নে তৌফিকুজ্জামান তনু ৫ হাজার ৬৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৫২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।