আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায়ে রাশিয়ায় বিরাজ করছে আনন্দ। মস্কোয় ক্রেমলিনের সরকার ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি কটাক্ষও করেছে। খবর বিবিসির।
বরিস রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন ব্রিটিশ সমর্থনে নেতৃত্ব দিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জনসন ‘সত্যিই আমাদের পছন্দ করেন না – এবং আমরাও তাকে পছন্দ করি না।’
তিনি বলেন, ‘আরও পেশাদার লোক লন্ডনে দায়িত্ব গ্রহণ করবেন যারা সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন।’
এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেছেন জনসন ‘নিজের ছোঁড়া বুমেরাংয়ে নিজেই আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, এই গল্পের মূল কথা হচ্ছে: ‘রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করবেন না।’
কিন্তু ভিন্ন সুর শোনা গেছে ইউক্রেনের কাছ থেকে। বার্তা সংস্থা এএফপি খবর দিচ্ছে, ‘সবচেয়ে কঠিন সময়ে’ সমর্থন দেয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জনসনকে ধন্যবাদ জানিয়েছেন।
বরিস জনসন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা করার পরই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করেন।
কিয়েভের কর্মকর্তারা জানান যে এই খবর শুনে জেলেনস্কি ‘দুঃখ’ প্রকাশ করেন।
‘শুধু আমিই নই, ইউক্রেনের পুরো সমাজ আপনার প্রতি অনেক সহানুভূতিশীল,’ তিনি বলেছেন বলে জানা যাচ্ছে।
ইউক্রেনকে সাহায্য করার জন্য জনসন যেসব ‘নিশ্চিত পদক্ষেপ’ নিয়েছিলেন তার জন্য জেলেনস্কি তাকে ধন্যবাদ জানান।
যুদ্ধের শুরু থেকেই এই দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাও এক বিবৃতিতে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
‘এপ্রিলের অন্ধকার সময়ে তার ইউক্রেন সফরকে আমরা সব সময় মনে রাখবো। জনসন একজন নির্ভীক মানুষ, তিনি যাতে বিশ্বাস করেন তার জন্য তিনি ঝুঁকি নিতে প্রস্তুত,’ তিনি মন্তব্য করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।