জুমবাংলা ডেস্ক: পাঁচ শতাধিক ফলজ বনজ ও ওষুধী গাছ লাগানোর অংশ হিসেবে কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার বেলা ১১টায় উপজেলার রাজপুর বার আউলিয়া ফয়যানে মদিনা মাদরাসা কমপ্লেক্সে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম ।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ বাসসকে বলেন, সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে সাত দিন ব্যাপী গাছ লাগান পরিবেশ বাঁচান এ স্লেøাগান নিয়ে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ওরাই আপনজন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া বাপ্পি, সদস্য মোঃ ইশতিয়াক আহমদ তকি, দাওয়াতে ইসলামী বরুড়া জিম্মাদার মোঃ কাউসার আত্তারী প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।