বিনোদন ডেস্ক: বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা ক’রোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। দীর্ঘ ১৯ দিন পর বাসায় ফিরলেন সোহেল রানা। এর আগে গত ৬ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছে মাশরুর পারভেজ ।
মাশরুর গণমাধ্যমকে বলেন, আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন ক’রোনামুক্ত। তবে নিউমো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। তাকে হাসপাতালে না রেখে বাসায় চিকিৎসা দিলেই ভালো হবে।
গত ২৫ ডিসেম্বর ক’রোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরদিন বিষয়টি গণমাধ্যমে জানান তার স্ত্রী জিনাত বেগম। প্রথমে শ্বাসকষ্ট থাকায় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আইসিউতে নেওয়া হয়।
গত ৬ জানুয়ারি ক’রোনা রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই সাধারণ কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন সোহেল রানা।
হাসপাতালে ভর্তির আগে তার জ্বর ও কাশি ছিলো। পরে নমুনা পরীক্ষায় ক’রোনা পজিটিভ শনাক্ত হয়। চারদিনের মাথায় সোহেল রানার শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর অনেক খ্যাতনামায় সিনেমা দর্শকদের পুরষ্কার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।