
খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে হাসপাতাল প্রাঙ্গণেই একটি ওষুধ কোম্পানির অর্থায়নে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জন ডা. শাহ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আবু সাঈদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেনসহ হাসপাতালের অধিকাংশ চিকিৎসকরা।
তবে, উচ্চ স্বরে গান-বাজনার কারণে হাসপাতালের রোগীরা মারাত্মক সমস্যায় পড়ে। এমন অনুষ্ঠান আয়োজনে পুলিশের অনুমতি নেয়ার নির্দেশনা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা নেয়নি বলে জানা গিয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, যেখানে হাসপাতালের সামনে গাড়ির হর্ন বাজানোই নিষেধ, সেখানে সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ স্বরে গান-বাজনার আয়োজন করাটা সঠিক হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, ‘চিকিৎসকরাও মানুষ। তাদেরও রিফ্রেশমেন্টের প্রয়োজন রয়েছে। তাই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু আমি জানতাম না এই রকম করে গানের আয়োজন করা হয়েছিল।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, অনুষ্ঠান করার জন্য আমাদের কাছ থেকে কোনও অনুমতি নেয়া হয়নি। হাসপাতালে অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়। পরে তারা অনুষ্ঠান বন্ধ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



