স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিংকাণ্ডে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল। পুরো দলকে বাঁচাতে ২০১৮ সালে ওই কেলেঙ্কারির দায় নিজের ঘাড়ে নিয়েছিলেন তখনকার অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এমনটি দাবি করেছেন, ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।
ওই বছরের মার্চে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপার-গেট কেলেঙ্কারিতে জড়ান সেই সময়ের অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট।
সেসময় কেলেঙ্কারির দায়ে এক বছর আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এ ত্রয়ী। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনজনই এখন ক্রিকেটে ফিরেছেন।
ফ্লিনটফ বলেন, আমি মনে করি, গোটা অস্ট্রেলিয়া দল বল টেম্পারিংয়ে সংশ্লিষ্ট ছিল। মূল বিষয়টি হচ্ছে– টিমের প্রত্যেককে বাঁচাতে নিজ কাঁধে দোষের বোঝা নিয়েছিলেন স্মিথ। দুই বছর অধিনায়কত্বেও নিষিদ্ধ হন।
এখন অবশ্য স্মিথের ওপর থেকে সেই নিষেধাজ্ঞাও উঠে গেছে। এখন অজিদের নেতৃত্বও দিতে পারবেন তিনি।
ইংলিশ পেস অলরাউন্ডার বলেন, এটি বিশ্বাস করা কঠিন যে, মাঠে কী হতে যাচ্ছে, তা দলের অন্য সদস্যরা জানে না। কোনো না কোনোভাবে বা উপায়ে জানতেন তারাও।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ৪০০ উইকেট ও ৭০০০ রান করেন ফ্লিনটফ। ২০০৯ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।