স্পোর্টস ডেস্ক : দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের মূল আসর জাতীয় লিগের প্রথম রাউন্ড মাঠে গড়ালো বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে। জাতীয় লিগের এটা ২১ নম্বর আসর। নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টায়ার-১ এর ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগ।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৭ উইকেট নিয়ে অধিপত্য দেখিয়েছেন রাজশাহীর দুই বোলার তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। রাজশাহীর তাইজুল ২০.৫ ওভারে ৫৫ রান খরচে ৪টি ও শফিউল ১৭ ওভারে ৪০ রানে ৩টি উইকেট নেন।
এদিন বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। এরপর খেলা শুরু হলে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে আব্দুল মজিদের উইকেট হারায় ঢাকা। তাইজুলের ঘূর্ণিতে খেই হারিয়ে মজিদ ক্যাচ তুলে দেন ফরহাদ রেজার হাতে। দ্বিতীয় উইকেটে ৮০ রান যোগ করেন রনি তালুকদার ও জয়রাজ শেখ। পরে অর্ধ-শতকের দেখা পান রনি। জয়রাজ দলীয় ১০৯ রানের মাথায় আউট হওয়ার পরই ঘটে ঢাকার ব্যাটিং বিপর্যয়।
তাইজুল ইসালামের স্পিন ঘূর্ণি আর পেসার শফিউল ইসলামের গতির ঝড়ে ১৪৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান আসে রনির ব্যাট থেকে। এরপর বৃষ্টি বাগড়া ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।