বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছেন এই নায়িকা। এরইমধ্যে তাদের কোল আলো করে এসেছে কন্যা মালতী। এদিকে সম্প্রতি ৩ বছর পর ভারতে এসেছেন প্রিয়াংকা। তাকে ঘিরে মানুষের ভালোবাসার উচ্ছ্বাস লক্ষ্য করেছেন নায়িকা। যেমনটা সবাই করতে থাকেন তারকাদের দেখলেই। সেখানেই আপত্তি প্রিয়াংকার। সাধারণের ভিড়ে মিশে কাজ করেন ইউনিসেফের গুডউইল প্রতিনিধি। চান সবাই তাকে মানুষ ভাবুন। দেবতা বা তারকা নয়।
তবে নিজে একজন অভিনেত্রী হয়েও অভিনয়কে তুচ্ছ বলছেন দেখে ক্ষুণ্ন এক দল। তবে প্রিয়াংকার যুক্তি শক্তিশালী।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার সেরা শিল্পপতিদের সঙ্গে কাজ করছি বলে নয়, যখন বলিউডে ছিলাম তখনো দেখেছি। সেখানকার সেরা পরিচালকরা আমায় শিখিয়েছিলেন ভালো অভিনেত্রী হতে। তখনো বুঝেছিলাম, আসলে এই পদে থেকে কিছুই করার নেই। আমি বরাবর বলেছি, আবার বলবো, আমরা অভিনেতারা আসলে কিছুই করি না। তারপরও এত খাতির-যত্নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন দেশি গার্ল।
তিনি বলেন, আমরা অন্যের কথা নিজেদের ঠোঁটে বসিয়ে বলি। সেভাবেই গান গাই। পোশাক পরিয়ে সাজিয়ে দেয় অন্য লোকে। রূপটান মেখে অন্য চেহারা নেই। আর কিছুই না, স্রেফ বাজারিকরণের অংশ আমরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।