বলিউড অভিনেত্রী ফারুক জাফর আর নেই

বলিউড অভিনেত্রী ফারুক জাফর আর নেই

বিনোদন ডেস্ক : ভারতের প্রবীণ অভিনেত্রী ফারুখ জাফর মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) ৮৯ বছর বয়সে লখনৌয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুলাবো সিতাবো’ এবং ‘সুলতান’-এ গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী ফারুক জাফর আর নেই

শ্বাসকষ্টের কারণে ৪ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর ফুসফুস অক্সিজেন গ্রহণে অক্ষম হয়ে পড়েছিল।

একটি ট্যাবলয়েড অনুসারে, তাঁর বড় মেয়ে মেহরু জাফর বলেছেন, তাঁর মা অসুস্থ ছিলেন এবং এই মাসের শুরুতে তাকে সাহারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে তাঁর মা মারা যান। জাফরের নাতি শাজ আহমেদও তাঁর মৃত্যুর খবর টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার দাদী এবং মুক্তিযোদ্ধা প্রাক্তন এমএলসি জনাব এস এম জাফরের স্ত্রী অভিনেত্রী মিসেস ফারুখ জাফর আজ সন্ধ্যা ৭টায় লখনৌতে মারা গেছেন।’

জাফর ১৯৬৩ সালে বিবিধ ভারতী লখনউয়ের প্রথম রেডিও ঘোষকদের মধ্যে একজন ছিলেন। ১৯৮১ সালের ক্লাসিক ‘উমরাও জান’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। রেখার মায়ের ভূমিকায় অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেন।  এরপর তিনি কিছু টিভি শোতেও উপস্থিত হয়েছেন। কিন্তু ২০০৪ সালে শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’-এর মাধ্যমে আরো খ্যাতি পান। আমির খানের প্রযোজনায় ‘পিপলি লাইভ’, সালমান খানের ‘সুলতান ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘ফটোগ্রাফ’ সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। সম্প্রতি অমিতাভ বচ্চনের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুলাবো সিতাবো’তে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী।

সূত্র : বলিউড হাঙ্গামা

ত্রিশ মিনিট সময় দিয়ে জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি আজই বদলে ফেলুন