বিনোদন ডেস্ক : এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু মণ্ডল। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বাই। বলিউডের ‘হ্যাপি হার্ডি এন্ড হীর’ ছবিতে শোনা যাবে রাণুর তিনটি গান ‘ তেরি মেরি কহানি’, ‘আশিকি’ ও ‘আদত’।
ইতোমধ্যেই জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছে রাণু মণ্ডলের গাওয়া ‘তেরি মেরি কহানি’। ভিডিওটি ও শেয়ার কয়েক কোটি! এবার সেই গানের একটি বিশেষ টিজার প্রকাশ করলেন হিমেশ। শেয়ার হতেই মুহুর্তে ভাইরাল।
দেখে নিন সেই ভিডিও–
ফুলো কা তারো কা’, ‘ পানা কি তামান্না’ বা ‘জিন্দেগি অওর কুছ ভি নেহি’… দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের ‘লতা’। বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি। রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।